আইডিসির প্রতিবেদন

চলতি বছর চীনে কম্পিউটার বিক্রি বাড়বে ৩ দশমিক ৮ শতাংশ

বণিক বার্তা ডেস্ক

২০২৪ সালে কম্পিউটার বাজারের ৫৫ শতাংশ বাজার হিস্যা এআইয়ের দখলে থাকবে ছবি: রয়টার্স

বিগত বছর উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে বৈশ্বিক প্রযুক্তি খাত। এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে চীনের বাজার। ২০২৪ সালে দেশটিতে কম্পিউটার বিক্রি বছরওয়ারি হিসাবে দশমিক শতাংশ বাড়বে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) বরাতে গিজমোচায়নায় প্রকাশিত খবরে তথ্য উঠে এসেছে।

আইডিসির ভাষ্যমতে চীনে কম্পিউটারের বিক্রি বেড়েছে দুটি কারণে। প্রথমত এআইনির্ভর কম্পিউটারের চাহিদা বাড়ছে। অন্যদিকে মহামারী-পরবর্তী খরচের বিষয়ে সতর্ক থাকা ব্যবহারকারীরাও নতুন ডিভাইস ক্রয়ে ঝুঁকছেন। এর মাধ্যমে বৈশ্বিক প্রযুক্তি খাত সংকটাবস্থা থেকে বেরিয়ে আসছে।

এআইয়ের প্রভাবকেই কম্পিউটারের চাহিদা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখছে আইডিসি। সংস্থাটির তথ্যানুযায়ী ২০২৪ সালে ৫৫ শতাংশ বাজার হিস্যা এআইয়ের দখলে থাকবে এবং ২০২৭ সাল নাগাদ তা ৮৫ শতাংশ ছাড়িয়ে যাবে। এআইয়ের উন্নয়নে কাজ করছে চীন। এর প্রভাবে ভোক্তা ইকোসিস্টেমে ভিন্নতা তৈরি হয়েছে এবং ব্যবহারকারীরা এআই অ্যাপ ব্যবহারে নির্দিষ্ট হার্ডওয়্যার ক্রয়ে ঝুঁকছে।

আগে প্রকাশিত আইডিসির প্রতিবেদন অনুযায়ী, লেনোভো, এইচপি অ্যাসারের মতো কোম্পানি ২০২৪ সালে এআইচালিত কম্পিউটার আনার পরিকল্পনা গ্রহণ করেছে। লেনোভো এরই মধ্যে বেশকিছু এআই কম্পিউটার বাজারজাতের

ঘোষণা দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি ইন্টেলও ২০২৫ সাল নাগাদ ১০ কোটি কম্পিউটারে এআই ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কোম্পানিগুলোর এসব উদ্যোগ চীনের কম্পিউটার বাজারে বড় প্রভাব ফেলতে যাচ্ছে। পাশাপাশি এএমডি, ইন্টেল, এইচপিমাইক্রোসফট, এনভিডিয়া কোয়ালকমের মতো কোম্পানির মধ্যে প্রতিযোগিতা তৈরি করবে।

আইডিসির তথ্যানুযায়ী, ২০২৪ সালে বিভিন্ন খাতে ব্যবহৃত কম্পিউটার আপডেট করা হবে। বিশেষ করে বাণিজ্যিক পর্যায়ে ব্যবহৃত কম্পিউটারের একটি বড় অংশ চার বছর অতিক্রম করবে। সাধারণত তিন চার বছর পর কম্পিউটারের যন্ত্রাংশের আপডেট কার্যক্ষমতা কমতে শুরু করে। এছাড়া নতুন অপারেটিং হিসেবে উইন্ডোজ ১১-তে স্থানান্তরিত হওয়ার ইচ্ছাও কম্পিউটার পরিবর্তনের হার বাড়াবে। সামগ্রিকভাবে ২০২৪ সালে কম্পিউটারের বৈশ্বিক বাজার আগের বছরের তুলনায় দশমিক শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। আইডিসির পূর্বাভাস ২০২৪ সালের প্রথমার্ধে কম্পিউটার বিক্রি দশমিক শতাংশ বাড়বে। এছাড়া দ্বিতীয়ার্ধে প্রবৃদ্ধির হার দশমিক শতাংশ ছাড়িয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সার্বিকভাবে আইডিসির প্রতিবেদনে চীনের কম্পিউটার বাজারের গতিশীল দ্রুত বর্ধমান পরিস্থিতির বিষয়টি তুলে ধরা হয়েছে। যার মূল কারণ হিসেবে থাকবে প্রযুক্তিগত উৎকর্ষ, ভোক্তা চাহিদায় পরিবর্তন দাম অনুযায়ী ভালো পণ্যের প্রতি মনোযোগ।

অন্যদিকে ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে কম্পিউটার বিক্রি ২০২২ সালের তুলনায় শতাংশ কমে গিয়েছিল। গার্টনার ইনকরপোরেটেডের এক প্রতিবেদন সূত্রে তথ্য জানা যায়। প্রতিষ্ঠানটির পরিচালক মিকাকো কিতাগাওয়া জানান, ব্যক্তিগত কম্পিউটারের (পিসি) বাজার নিম্নমুখী থাকার পেছনে কিছু কারণ রয়েছে। শিক্ষা খাতে মৌসুমি চাহিদা বেড়ে যাওয়ায় ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে বিক্রি কিছুটা বাড়লেও এন্টারপ্রাইজ পিসির চাহিদা সার্বিকভাবে দুর্বল ছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন