গ্রামের গরিব মানুষের জন্য অনেক কিছু করার আছে

গ্রামাঞ্চলে মানুষের জীবনের মান উন্নয়নের লক্ষ্যে যাত্রা করেছিলাম। ১৩ বছরে আমাদের উপলব্ধি, গ্রামের গরিব মানুষের জন্য অনেক কিছু করার আছে, আবার গ্রামে চ্যালেঞ্জও বেশি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো লোকবলের অভাব। আরেকটা হচ্ছে, গরিব মানুষ অনেক কিছুই গ্রহণ করে কিন্তু তারা সেগুলো ব্যবহার করতে পারে না। দেখা যায়, প্রশিক্ষণ দেয়া হলো কিন্তু রিভিউ করার সময় ৪০ শতাংশ আর রেসপন্স করে না। আমাদের সফলতার হার ৫৬ থেকে ৬০ শতাংশ। আমরা সর্বাধিক সফলতা দেখেছি স্বাস্থ্য খাতে। আউটডোর হেলথকেয়ারে অনেক সাড়া পাচ্ছি আমরা। বছরে প্রায় ৬ হাজার চোখের ছানি অপারেশন করছি। শিক্ষাখাতে আমরা চেয়েছিলাম গ্রামে যেসব উদীয়মান শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো আপগ্রেড করতে। পরে আমরা কৌশল কিছুটা পরিবর্তন করে গ্রামেই শহরের স্ট্যান্ডার্ডের স্কুল তৈরি করি। যেন গ্রামের শিক্ষার মান বাড়ে এবং সন্তানকে ঢাকা না পাঠিয়ে এখানেই পড়ানো যায়। সেখানেও বেশ সফলতা দেখেছি। ঋণগ্রস্ত মানুষকে ঋণ থেকে বের করে আনা থেকে শুরু করে কর্মসংস্থান পর্যন্ত আমরা কাজ করি। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন