গবেষণাকে কেন্দ্র করে এগিয়ে যাচ্ছে ইউআইইউ

উচ্চশিক্ষার দুটি অংশ—শিক্ষকতা ও গবেষণা। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষকতায় ফোকাস করা হয় বেশি। গবেষণায় ফোকাস তুলনামূলক কম। কিন্তু আমরা শুরু থেকেই গবেষণায় বেশি গুরুত্ব দিচ্ছি। এক্ষেত্রে ইউনাইটেড গ্রুপের সঙ্গে যারা জড়িত, তারা ভালো সহযোগিতা করছেন। ২০১৯ সালে আমরা ইউনাইটেড গ্রুপকে জানাই যে গবেষণায় ফোকাস করতে চাই, তখন তারা আমাদের প্রস্তাব দিতে বলেন। আমরা প্রস্তাব দিই যে যদি বছরে ২ কোটি টাকা তারা দেন, অর্থাৎ পাঁচ বছরে ১০ কোটি টাকা আর আমরা বিশ্ববিদ্যালয় থেকে বছরে ১ কোটি টাকা, অর্থাৎ পাঁচ বছরে মোট ১৫ কোটি টাকা, তাহলে আমাদের জন্য গবেষণার কাজ শুরু করাটা সুবিধা। এ প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা এতে সম্মতি জানান। বাংলাদেশে এটি ইউনিক একটি ব্যাপার। বছরে ৩ কোটি টাকা আমরা গবেষণার পেছনে খরচ করতে পারি। গবেষণায় ফোকাস করার মাধ্যমে আমরা ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে ভালো অবস্থানে যেতে চাই।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন