ভারতের ওড়িশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায়
নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ৮শরও বেশি। এদিকে ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া তিনি হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলেছেন।
এ ঘটনার জন্য যে বা যারা দায়ী তাদের ছাড় দেয়া হবে না বলেও ঘোষণা দিয়েছেন মোদি। খবর
এনডিটিভি।
গতকাল স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টার
দিকে ওড়িশার বলেশ্বরের বাহানগা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এর সঙ্গে তিনটি ট্রেন
জড়িয়ে গেলেও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গের শালিমার স্টেশন থেকে ছেড়ে আসা ২৩
বগির করমণ্ডল এক্সপ্রেস।
দুর্ঘটনা সম্পর্কে নানা ধরনের তথ্য
পাওয়া যাচ্ছে। একটি সূত্রের দাবি, একই লাইনে থাকা মালগাড়ির পেছনে তীব্র গতিতে ধাক্কা
দেয় করমণ্ডল এক্সপ্রেস। এতে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন মালগাড়ির ওপরে উঠে যায়। ২৩টি
বগির মধ্যে ১৫টি ছিটকে পড়ে পাশের লাইনে।
ওই লাইন দিয়ে আসছিল বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। লাইনচ্যুত বগির সঙ্গে এই ট্রেনের সংঘর্ষ হয়। এতে হাওড়াগামী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।