১৪ বছরে দেশে নদীভাঙনের পরিমাণ কমেছে —পানিসম্পদ উপমন্ত্রী

বণিক বার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, ‘১৪ বছরে দেশে নদীভাঙনের তিন ভাগের দুই ভাগ কমেছে। যেখানে নদীভাঙনের পরিমাণ ছিল সাড়ে নয় হাজার হেক্টর। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার নদীভাঙন রোধে  সঠিক ও কার্যকর ব্যবস্থা নেয়ায় ১৪ বছরে নদীভাঙন কমে দাঁড়িয়েছে সাড়ে তিন হাজার হেক্টরে।’

গতকাল দুপুরে নদী ভাঙনকবলিত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসপুকুরিয়া থেকে চর সলিমাবাদ পর্যন্ত নদীতীর রক্ষায় জিওব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন শেষে পয়লা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় উপমন্ত্রী এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, ‘সরকার নদী, খাল ও বিল খনন করছে। স্থায়ী বাঁধ নির্মাণসহ নদীভাঙন রোধে নানা কর্মসূচি নেয়া হয়েছে। সব চক্রান্ত প্রতিহত করে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশে আর নদীভাঙন থাকবে না।’

এ সময় স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, টাঙ্গাইল নাগরপুরের সংসদ সদস্য আহসানুর রহমান টিটু, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক রমজান আলী প্রামাণিক,  পাউবো রাজশাহী জোনের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম, পাউবো বগুড়া সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম,  সিরাজগঞ্জ পাউবো নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

যমুনা নদীর বাম তীরের চৌহালী উপজেলায় নদীভাঙন রোধে ৪৬ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে সিরাজগঞ্জ পাউবো।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন