‘‌নতুন প্রজন্মের জন্য পৃথিবীকে নিরাপদ রাখতে এখনই পদক্ষেপ নিতে হবে’

ফিচার ডেস্ক

ছবি: দিয়া মির্জার ফেসবুক

পৃথিবীকে সুন্দর ও দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন, বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। সম্প্রতি তিনি অংশ নিয়েছিলেন আইফা অ্যাওয়ার্ডসে। সেখানে পরিবেশ সুন্দর রাখা নিয়ে কথা বলেন তিনি। অনুষ্ঠানের মঞ্চে তিনি একটি চমৎকার ভাষণ দেন। পরিবেশ সুন্দর ও নিরাপদ রাখার বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘‌এখনই উপযুক্ত সময়, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কেননা নতুন প্রজন্মের জন্য পৃথিবীকে নিরাপদ ও বাসযোগ্য করে রাখা আমাদেরই দায়িত্ব।’

পৃথিবী নানাভাবে দূষিত হচ্ছে। এ নিয়ে কাজ করছেন পরিবেশ বিজ্ঞানীরা। কিন্তু তাদের কাজই শেষ নয়। পাশাপাশি কাজ করছেন আরো অনেকে। নানা সময় অভিনেতা-অভিনেত্রীরা পরিবেশবিষয়ক নানা সংস্থা ও কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকেন। দিয়া মির্জা যুক্ত আছেন জাতিসংঘের সঙ্গে। তিনি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ক্ষেত্রে সেক্রেটারি জেনারেলের অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন। আইফার মঞ্চে তিনি জানান, কেমন করে এক্ষেত্রে সিনেমা ভূমিকা রাখতে পারে।

জলবায়ু পরিবর্তন ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে আলোকপাত করেছেন দিয়া। একজন মা হিসেবে তিনি মনে করেন, পরিবেশকে নতুন প্রজন্মের জন্য সুন্দর রাখা তার দায়িত্ব। এক্ষেত্রে টেকসই উন্নয়ন পরিকল্পনার ভূমিকার নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘পৃথিবীকে সুন্দর রাখা, দারিদ্র্য মোকাবেলা, নারী-পুরুষের সমতা ইত্যাদি নিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার নির্দিষ্ট পরিকল্পনা আছে। যদি প্রত্যেক নাগরিক, নেতা, নীতিনির্ধারক ও অংশীদার হয়, সেক্ষেত্রে নিজের জায়গা থেকে অন্তত যদি একটি লক্ষ্য পূরণে দায়িত্ব পালন করেন‌, তাহলেই অনেক কিছু করা সম্ভব।’

এক্ষেত্রে নতুন প্রজন্মের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়েছেন দিয়া। তিনি বলেন, ‘‌এখনই সঠিক সময়। আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে হবে। সেজন্য আমাদের দ্রুত কাজ শুরু করতে হবে। কেননা দুটো ব্যাপার ঘটতে পারে। আমরা কাজ করলে পৃথিবী সুন্দর হবে। নইলে হয়তো এর অস্তিত্বই থাকবে না।’

এ লক্ষ্য পূরণে সহযোগিতা কতটা ভূমিকা রাখতে পারে, তা নিয়েও কথা বলেছেন দিয়া। এক্ষেত্রে আইফার কাজেরও প্রশংসা করেছেন তিনি। জাতিসংঘের এ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে সহযোগিতা একটি বড় ভূমিকা রাখতে পারে। মানুষকে সচেতন করার ক্ষেত্রেও অবদান রাখা সম্ভব। তিনি বলেন, ‘অনেকে হয়তো জানেই না টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কী। তাদের জানানোর জন্য কাজ করা প্রয়োজন। মানুষের মধ্যে এ সচেতনতা সৃষ্টিতে একটি শক্তিশালী অংশীদারত্ব পালন করতে পারে যে কেউ।’ দিয়া মনে করেন, এক্ষেত্রে সিনেমা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে।

দিয়া মির্জাকে সর্বশেষ দেখা যায় ‘‌ভিড়’ সিনেমায়। রাজকুমার রাওয়ের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে আরো তিনটি সিনেমা।

সূত্র: ইয়ন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন