ফেনীতে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেয়ার দাবি

বণিক বার্তা প্রতিনিধি, ফেনী

গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেয়ার দাবিতে ফেনীতে মানববন্ধন করেছেন মানবাধিকার কর্মী ও গুমের শিকার ব্যক্তির স্বজনরা।আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে গুম হওয়া ব্যক্তির স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ ও ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক’। 

গতকাল সকালে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে মূল প্রবন্ধ পাঠ করেন গুমের শিকার হওয়া যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের মা রৌশন আরা বেগম। ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবির সভাপতিত্বে এবং মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্কের কো-অর্ডিনেটর নাজমুল হক শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সু-শাসনের জন্য নাগরিক (সুজন) ফেনী জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, ফেনী বিকন কলেজের প্রভাষক আবদুল্লাহ আল মামুন, অধিকার সংস্থার ডিফেন্ডার তন্বী সোম, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনী›র যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম ফরায়েজী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন