এবার জার্মান কূটনীতিকদের বহিষ্কার করল রাশিয়া

বণিক বার্তা অনলাইন

ডয়চে ভেলের ছবি।
জার্মানির ২০ জনেরও বেশি কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটি ইটের বদলে পাটকেল। কারণ সম্প্রতি জার্মানিও বেশ কয়েকজন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে।

রুশ পররাষ্ট্র দফতরের মুখপাত্র মারিয়া জাখারোভাকে উদ্ধৃত করে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে লিখেছে, রাশিয়ার কূটনীতিকদের বড় একটি দলকে বহিষ্কারের পাল্টা পদক্ষেপ হিসেবে ওই জার্মান কূটনীতিকদের বহিষ্কার করছে মস্কো।

সম্প্রতি জার্মানি থেকে রুশ কর্মকর্তাদের বহিষ্কারের পর বলা হয়, দেশটিতে রাশিয়ার গোয়েন্দা উপস্থিতি কমানো নিয়ে তারা রাশিয়ার সঙ্গে কয়েক সপ্তাহ ধরেই আলোচনা করছে। হত শনিবার রুশ কর্মকর্তাদের বহিষ্কারের ওই ঘটনা তাদের সাম্প্রতিক আলোচনা-পর্যালোচনার সঙ্গে জড়িত।

ঘটনার সঙ্গে সঙ্গেই রাশিয়াও জার্মান কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। তারা অবশ্য একে প্রতিক্রিয়ামূলক বলে ব্যাখ্যা দিয়েছে। তারা বলেছে, এতে মস্কোতে জার্মানির কূটনৈতিক মিশনের সর্বোচ্চ কর্মী সংখ্যা উল্লেখযোগ্যভাবে সীমিত হবে।

জার্মানির বহিষ্কারের বিষয়ে করা মন্তব্যে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা বার্লিনের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানাই, যা রাশিয়া ও জার্মানির সম্পর্কের পুরো বিন্যাসকে দৃশ্যমানভাবে ধ্বংস করে চলছে।

 তাদের বহিষ্কৃত জার্মান কূটনীতিকের সংখ্যা বিশজনের বেশি হলেও জার্মানি কতজন রুশকে বহিষ্কার করেছে তা জানা যায়নি।

প্রসঙ্গত, রাশিয়ার তেল ও গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা ছিল জার্মানি। কিন্তু রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর তাদের সম্পর্কের অবনতি ঘটে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন