একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ‘প্রিয় সত্যজিৎ’

সাবিহা জামান শশী

উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। নির্মাতাকে নিয়ে একাধিক সিনেমা তৈরি হয়েছে। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিত ট্রিবিউট ফিল্মপ্রিয় সত্যজিৎনির্মাণ করেছেন প্রসূন রহমান। এপ্রিলে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। মে সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা থাকলেও পরে তা পেছানো হয়। তার প্রয়াণ দিবসে (২৩ এপ্রিল) সিনেমার দুটি পোস্টার মুক্তি দেয়া হয়েছিল, যেগুলো বেশ প্রশংসা পেয়েছে সত্যজিৎ ভক্তদের।

প্রিয় সত্যজিৎসিনেমাটি এখনো প্রেক্ষাগৃহে না এলেও দাপটের সঙ্গে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছে। উৎসবযাত্রার শুরুতেই কানাডার ভ্যাংকুবার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হতে যাচ্ছে। আগামী ১২ নভেম্বর ভ্যাংকুবারেরএসএফইউথিয়েটারে বেলা দেড়টায় প্রদর্শিত হবে প্রিয় সত্যজিৎ। এরপর ২৭ নভেম্বর সিনেমাটি ইউরোপিয়ান প্রিমিয়ার হবে ইতালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। ইউরোপের পর এশিয়ান প্রিমিয়ার হবে ভারতের কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। নয় দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হবে -১৬ ডিসেম্বর পর্যন্ত। কেরালার পরপ্রিয় সত্যজিৎপ্রদর্শিত হবে ভারতের সম্মানজনক উৎসব জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। এখানেই শেষ নয়, চারটি সম্মানজনক আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনীর পর আগামী বছরের শুরুতেই সিনেমার প্রিমিয়ার হতে যাচ্ছে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং এটি বাংলাদেশে প্রথম প্রদর্শনী। দেশের সবচেয়ে বড় ম্মানজনক উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী ১৪-২২ জানুয়ারি।

প্রসূন রহমানের নিজস্ব প্রযোজনা সংস্থা ইমেশন ক্রিয়েটরের ব্যানারে আসছে প্রিয় সত্যজিৎ। সিনেমাটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য রচনা প্রযোজনা করেছেন নির্মাতা প্রসূন রহমান। সিনেমাটির উৎসবে অংশগ্রহণ নিয়ে প্রসূন রহমান বলেন, ‘প্রিয় সত্যজিৎ চলচ্চিত্রটি আসলে উৎসবের কথা মাথায় রেখে নির্মিত হয়নি। উৎসবের আগে নিজেদের দর্শককে দেখাতে পারলে বেশি ভালো লাগত। জন্মশতবর্ষের উপলক্ষটা ধরে প্রদর্শন করতে পারলে আরো বেশি ভালো লাগত। তবু প্রদর্শন শুরু হতে যাচ্ছে সেটা আনন্দের। আমরা জানি, শুধু বাংলা ভাষাভাষীর দর্শকই নয়, পৃথিবীজুড়েই সত্যজিৎ রায়ের গুণমুগ্ধ দর্শক অনুসারী রয়েছে। তাই উৎসবের বাইরেও চলচ্চিত্রসংশ্লিষ্ট সবার কাছে সিনেমার বিশেষ আবেদন সবসময়ই থেকে যাবে বলে বিশ্বাস করি। আমরা যারা তার সিনেমা দেখে সৃজনশীল চলচ্চিত্রকে উদযাপন করেই বেড়ে উঠেছি, আমাদের সবার পক্ষ থেকে এটা একটা আন্তরিক ট্রিবিউট হয়ে উঠুক, এটাই প্রত্যাশা।

সিনেমায় প্রবীণ নির্মাতার ভূমিকায় অভিনয় করেছেন আহমেদ রুবেল, আর নবীন নির্মাতার ভূমিকায় আছেন মৌটুসী বিশ্বাস। এছাড়া সাইদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবন্য চৌধুরীসহ আরো অনেকেই অভিনয় করেছেন এতে। পাঁচটি চলচ্চিত্র উৎসবে যাচ্ছে প্রিয় সত্যজিৎ। নিয়ে অভিনেত্রী মৌটুসী বিশ্বাস বলেন, ‘নিঃসন্দেহে এটা একটি আনন্দের সংবাদ। শুনতে ভালো লাগে, যে সিনেমায় কাজ করেছি, সেটা বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হতে যাচ্ছে। সব মিলিয়ে প্রিয় সত্যজিৎ সিনেমাটির জন্য অনেক ভালো লাগছে।

কিশোরগঞ্জের মসূয়ায় সত্যজিৎ রায়ের দাদা উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর বাড়িসহ আরো কয়েকটি জায়গায় সিনেমাটির শুটিং করা হয়েছে। প্রিয় সত্যজিৎ সিনেমার অন্তর্জগৎ নিয়ে গল্প। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিত ট্রিবিউট ফিল্ম। পরবর্তী প্রজন্মের নির্মাতাদের ওপর নির্মাতা সত্যজিৎ রায়ের প্রভাব এবং তাদের দিক থেকে অগ্রজ নির্মাতার প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানানোর গল্প এটি। কিশোরগঞ্জে অবস্থিত তার আদি পুরুষের ভিটা ভ্রমণকালে দুই নির্মাতার ভাবনা বিনিময়ের গল্প নিয়েই এগিয়েছে সিনেমা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন