তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ২৮

বণিক বার্তা অনলাইন

তুরস্কের রাষ্ট্রনিয়ন্ত্রিত একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ২৮ জন মারা গিয়েছে। গতকাল শুক্রবারের এই ঘটনায় খনির ভেতরে এখনো অনেকে আটকা আছেন। খবর বিবিসি।

বার্তিন প্রদেশে এ বিস্ফোরণের সময় অন্তত ১১০ জন শ্রমিক কাজ করছিলেন। তাদের অর্ধেকই ছিলেন ৩০০ মিটারের বেশি গভীরে।

এ পর্যন্ত খনি থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু।

ধারণা করা হচ্ছে, খনির অন্তত ৩০০ মিটার গভীরে এ বিস্ফোরণ ঘটেছে। ৩০০ থেকে সাড়ে ৩০০ মিটার গভীরের ঝুঁকিপূর্ণ জোনে ৪৯ জন কাজ করছিলেন বলেও জানান তিনি। ঘটনাস্থলেই সাংবাদিকদের বলেছেন, ওই এলাকায় যারা আছেন তাদের এখনো উদ্ধার করা যায়নি।

এদিকে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় প্রসিকিউটর কার্যালয় তদন্ত শুরু করেছে।

তুরস্কের জ্বালানি মন্ত্রী জানান, প্রাথমিকভাবে ফায়ারড্যাম্পের কারণে এ বিস্ফোরণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

ফায়ারড্যাম্প হলো কয়লা খনির ভেতরে মিথেন গ্যাসের এক ধরনের মিশ্রণ।

খনির ভেতরের একটি অংশ ধসে গিয়েছে। তবে এখন আগুন নেই ও ভেন্টিলেশন ঠিকমতো কাজ করছে বলে জানান তিনি।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আজ শনিবার ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে।

তুরস্কে খনি দুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয়। ২০১৪ সালে পশ্চিমাঞ্চলীয় সোমা শহরে এক ভয়াবহ কয়লা খনি বিস্ফোরণে ৩০১ জনের মৃত্যু হয়েছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন