টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বণিক বার্তা প্রতিনিধি, টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কুরনী এলাকায় ট্রাক, পিকআপভ্যান, যাত্রীবাহী বাস ও ডাম্প ট্রাকের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া পিকআপচালক ও শিশুসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল খবরটি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, মহাসড়কের কুরনী নামক স্থানে বিকল হওয়া বালুভর্তি একটি ট্রাককে ওভারটেক করার সময় দ্রুতগতির একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির বাম পাশ দুমড়ে-মুচড়ে গিয়ে একজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হন।

বাসের পেছনে থাকা ডাম্প ট্রাকটি হঠাৎ ব্রেক করায় পেছনে থাকা মুরগী ভর্তি পিকআপভ্যান ধাক্কা দেয়। ভ্যানটিও দুমড়েমুচড়ে যায় ও চালকসহ চারজন আহত হন। এতে ঢাকার দিকে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মির্জাপুর অফিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সোয়া ছয়টার দিকে পুলিশ রেকার দিয়ে বাস, পিকআপভ্যান ও বালুভর্তি ট্রাক সরিয়ে নিলে সাড়ে ছয়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় আহতদের মধ্যে ১৫ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন