‘দেশে ফিরেই কাজের চূড়ান্ত সিদ্ধান্ত নেব’

ফিচার প্রতিবেদক

করোনার আগে দেশে এসেছিলেন মডেল, অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। মাঝে দুই বছর কেটে গেল দেশে আসার সময় সুযোগ হয়নি তার। কিন্তু এবার সিদ্ধান্ত নিয়েছেন আগামী বছর দেশে আসবেন। নতুন বছরের শুরুতেই দেশে আসার ইচ্ছে মোনালিসার। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন। সেখানে তিনি চাকরি করছেন। যুক্তরাষ্ট্র থেকে হোয়াটসঅ্যাপে মোনালিসা তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, খুব মিস করি দেশকে, দেশের মাটি-বাতাস সর্বোপরি প্রকৃতিকে, দেশের মানুষকে। আমার আম্মাকে খুব মিস করি। কত দিন দেখি না আম্মাকে, কত দিন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি না! প্রতি মুহূর্তেই মন ছুটে যায় দেশে। কিন্তু এখানকার ব্যস্ততাকে হুট করে পেছনে ফেলে আসাও যায় না। তাই আগামী বছর দেশে আসার জন্য এখন থেকেই পরিকল্পনা করছি। দর্শকের জন্যই মূলত দেশে আসব। নতুন নাটকে কাজ করব। এখন ভালো ভালো কাজ হচ্ছে, আমি দেখি সেসব কাজ। ভালো গল্পের কাজ করার ইচ্ছে আমার। এখন থেকেই অনেকের সঙ্গে যোগাযোগ হচ্ছে। দেশে ফিরেই কাজের চূড়ান্ত সিদ্ধান্ত নেব। গতকাল ছিল মোনালিসার জন্মদিন। দিনটিতে সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী।। জন্মদিন প্রসঙ্গে মোনালিসা জানান, যুক্তরাষ্ট্রে কিছু ভালো বন্ধুবান্ধব আছে। সাধারণত তারাই দিনকে নিয়ে পরিকল্পনা করে থাকে। তবে কী করা হয়, সেটা আমার জানার সুযোগ থাকে না। কেবল বন্ধুদের কথামতো নির্ধারিত স্থানে উপস্থিত হতে হয়। মোনালিসার সংস্কৃতি অঙ্গনে পদচারণা শুরু হয় ১০ বছর বয়সে নাচ মডেলিং দিয়ে। অন্যদিকে তারিক আনাম খান নির্দেশিত ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপন দিয়ে তিনি প্রথম সবার দৃষ্টি কাড়েন। এর পর থেকে মডেলিংয়ের পাশাপাশি নিয়মিত নাটকে অভিনয় করেছেন মোনালিসা। হুমায়ূন আহমেদ পরিচালিত তৃষ্ণা নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। সাবলীল অভিনয়ের জন্য দর্শকের কাছে জনপ্রিয় তিনি। একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী। তিনি ২০০০ সালে মিস ফটোজেনিক খেতাব লাভ করেন। মোনালিসা সর্বশেষ হিমেল আশরাফের পরিচালনায় তাহসানের বিপরীতে যুক্তরাষ্ট্রেই একটি নাটকে অভিনয় করেন। বর্তমানে তাকে দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। নিয়মিত নিজের কাজ আর ব্যক্তি জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এখন দেখার পালা, আগামী বছর নতুন কাজ দিয়ে দর্শকদের কী চমক দেন অভিনেত্রী।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন