এখনো হ্যাকারের হাতে ওয়াহিদউদ্দিন মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট

বণিক বার্তা অনলাইন

অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট এখনো হ্যাকারদের কবলে রয়েছে। হ্যাকিংয়ে পর থানায় অভিযোগ করেনও তিনি। কিন্তু এক সপ্তাহের বেশি হয়ে গেলেও এখনো অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পাননি এ অর্থনীতিবিদ।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, আমার ফেসবুক গত ২৪ সেপ্টেম্বর হ্যাক করা হয়েছে। ওই সময় থেকে আমার নামের ফেসবুকের পোস্টগুলো এবং মেসেঞ্জারে পাঠানো কিছু আমার নয়। ফেসবুক ফিরে পেয়েছি বলে দেয়া পোস্টটিও হ্যাকার দিয়েছে।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর থানায় জিডি করেন ওয়াহিদউদ্দিন। সেখানে তিনি উল্লেখ করেছেন, সম্ভবত গত শনিবার ফেসবুক অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণে নিয়েছে হ্যাকাররা। ওই দিন ফেসবুকের লোগো সংবলিত একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে যাচাই কোড চেয়ে একটি কল আসে। এরপর মঙ্গলবার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে গেলে পাসওয়ার্ড কাজ করছিল না। ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে গেলে দুটি ই–মেইল দেখায়, যেগুলোর কোনোটিই তার নয়।

বিশিষ্ট এ অর্থনীতিবিদ জিডিতে আরো জানান, ওয়াহিদউদ্দিন মাহমুদ নামের ওই ফেসবুক অ্যাকাউন্টে ৪ হাজার ৬০০–এর বেশি বন্ধু এবং ১১ হাজার ৯৪৩ জনের মতো অনুসারী আছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন