
দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৭ হাজার ৩০৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৪০ দশমিক ৭৩ শতাংশ বা ২ হাজার ৯৭৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল দশ কোম্পানির দখলে। এ দশ কোম্পানির মধ্যে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো লিমিটেড ও ইস্টার্ন হাউজিং লিমিটেডের দখলে রয়েছে ২১ শতাংশের বেশি লেনদেন। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
তথ্য অনুসারে, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৯ দশমিক শূন্য ৫ শতাংশ দখলে নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস। এছাড়া দ্বিতীয় অবস্থানে থাকা বেক্সিমকোর দখলে রয়েছে ৮ দশমিক শূন্য ৯ শতাংশ। আর তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের দখলে রয়েছে মোট লেনদেনের ৩ দশমিক ৮৮ শতাংশ।