চার মাস পর ৬ হাজার ৬০০ পয়েন্টে ডিএসইএক্স

দেশের পুঁজিবাজারে গতকাল বড় ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে ১ শতাংশের বেশি।

দেশের পুঁজিবাজারে গতকাল বড় ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে শতাংশের বেশি। বৃদ্ধি নিয়ে সূচকটি গতকাল হাজার ৬০০ পয়েন্টের ঘরে পৌঁছেছে, যা চার মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ অবস্থান। পাশাপাশি এদিন এক্সচেঞ্জটিতে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, গতকালও আগের ধারাবাহিকতায় বাছাইকৃত কিছু খাতের শেয়ারে  বিনিয়োগকারীদের নতুন বিনিয়োগ নিয়ে আসতে দেখা গিয়েছে। মূলত বেশ কিছুদিনের দর  সংশোধনের সুযোগ নিতে এদিনও বড় মূলধনি কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছেন তারা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর পর প্রথম ১২ মিনিট পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল ডিএসইএক্স। পরে সূচকটি কয়েক মিনিট পয়েন্ট হারালেও ৯টা ৫৩ মিনিটে এসে আবার ঊর্ধ্বমুখী অবস্থানে ঘুরে দাঁড়ায়। দিন শেষে আগের দিনের চেয়ে ৬৬ পয়েন্ট বেড়ে হাজার ৬০১ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৪৩ পয়েন্ট বেড়ে হাজার ৪০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ১৬ পয়েন্ট বেড়ে হাজার ৪৫১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে গতকাল হাজার ৯৮৯ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।

আরও