প্রথম ঘণ্টায় ৩০০ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন

নিজস্ব প্রতিবেদক

দেশের পুঁজিবাজারে ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় কার্যদিসে আজ মঙ্গলবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে। এ সময় পর্যন্ত এক্সচেঞ্জটিতে ৩০০ কোটি টাকার বেশি সিকিউরিটিজ লেনদেন হয়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্সে পয়েন্ট যোগ হতে থাকে। বেলা ১১টা পর্যন্ত সূচকটি আগের দিনের চেয়ে প্রায় ৬৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪০১ পয়েন্টে দাঁড়িয়েছে। 

অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এসময় পর্যন্ত প্রায় ২৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০৯ ও শরিয়াহ সূচক ডিএসইএস ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৬১টির, কমেছে ৬৬টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি সিকিউরিটিজের বাজারদর। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ৩২৫ কোটি ১০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন