যশোর ও নড়াইলে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ নিহত ৩

বণিক বার্তা প্রতিনিধি, যশোর ও নড়াইল

যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়ন পরিষদের সদস্যসহ দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন ইউপি সদস্য আশানুজ্জামান বাবলু রাজু আহমেদ (২৮) বাবলু মহিষাকুড়া গ্রামের রমজান মোল্লার ছেলে এবং রাজু আহমেদ বেনাপোল বন্দর থানার কৃষ্ণপুর গ্রামের আদম আলীর ছেলে। গত মঙ্গলবার রাত ১০টার সময় উপজেলার বালুন্ডা বাজারে ঘটনা ঘটে। জোড়া হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, মঙ্গলবার রাতে ইউপি সদস্য বাবলু রাজু বালুন্ডা বাজারে অবস্থান করছিলেন। সময় দুর্বৃত্তরা তাদের কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই ইউপি সদস্যের মৃত্যু হয়। আর গতকাল যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজু। পুলিশ হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখছে।

এদিকে নড়াইলের লোহাগড়ায় এক বেকারি ব্যবসায়ীকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল দুুপুরে উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে ঘটনা ঘটে। নিহত আজিজুর বিশ্বাস (৪৫) রামকান্তপুর গ্রামের মৃত গহের বিশ্বাসের ছেলে। জানা গেছে, গ্রামের মিঠু সরদারের সঙ্গে আজিজুর বিশ্বাসের বিরোধ ছিল। এর জের ধরে গতকাল রামকান্তপুর গ্রামে মিঠু সরদারসহ আরো কয়েকজন হামলা চালায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন