জানুয়ারি-এপ্রিল

পেরুর তামা উত্তোলনে প্রবৃদ্ধি এসেছে প্রায় ৩%

বণিক বার্তা ডেস্ক

বৈশ্বিক তামা উত্তোলনে দ্বিতীয় শীর্ষ দেশ পেরু। গত বছরের শুরুর দিকে করোনা মহামারী প্রভাব বিভিন্ন খনিতে শ্রমিক বিদ্রোহের কারণে দেশটিতে শিল্প ধাতুটির উত্তোলন চ্যালেঞ্জের মুখে ছিল। তবে চলতি বছর পরিস্থিতি ইতিবাচক দিকে মোড় নিয়েছে। বছরের প্রথম চার মাসে উত্তোলন দশমিক ৮০ শতাংশ বেড়েছে। পেরুর জ্বালানি খনিজসম্পদ মন্ত্রণালয় সম্প্রতি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বছরের শুরু থেকেই পেরুর শীর্ষস্থানীয় খনিগুলোর তামা উত্তোলনে দ্রুত প্রসার ঘটেছে। এটি জাতীয় উত্তোলন বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করেছে। পেরুতে উত্তোলন বাড়ায় বিশ্ববাজারে ধাতুটির দাম আরো কমবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের।

মন্ত্রণালয়ের দেয়া তথ্য বলছে, জানুয়ারি-এপ্রিল পর্যন্ত পেরুর খনিগুলো থেকে লাখ ২৩ হাজার ৯১৭ টন তামা উত্তোলন করা হয়েছে। শীর্ষ খনিগুলোর মধ্যে আন্তমিয়ায় উত্তোলন দশমিক ৭০ শতাংশ বেড়েছে। ক্যরো ভার্দে মাইনিং সোসাইটিতে উত্তোলন বেড়েছে ১০ দশমিক ৫০ শতাংশ। অন্যদিকে মিনারা চিনালকো পেরুর উত্তোলনে শতাংশ প্রবৃদ্ধি এসেছে।

তবে এপ্রিলে দেশটির উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ৭০ শতাংশ কমেছে। উত্তোলনের পরিমাণ ছিল লাখ ৭০ হাজার ১৬৮ টন। গত বছরের এপ্রিলে দেশটি লাখ ৭৩ হাজার ১৫৯ টন তামা উত্তোলন করেছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন