নাভানা ফার্মার আইপিও অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে থেকে ৭৫ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমোদন পেয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নিয়ন্ত্রক সংস্থা  বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮২৬তম কমিশন সভায় গতকাল আইপিও অনুমোদন দেয়া হয়।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তোলিত অর্থ দিয়ে নতুন সাধারণ উৎপাদন ভবন নির্মাণ, নতুন ইউটিলিটি ইঞ্জিনিয়ারিং ভবন নির্মাণ, সেফালোস্পোরিন ইউনিটের সংস্কার, আংশিক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে প্রতিষ্ঠানটি।

চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে টাকা ৩৯ পয়সা। গত পাঁচ বছরের ভারিত গড় হারে ইপিএস হয়েছে প্রায় টাকা ৫২ পয়সা। পুনর্মূল্যায়ন ছাড়া এনএভিপিএস ১৯ টাকা পয়সা। পুনর্মূল্যায়নসহ যা ৪৩ টাকা ৫৩ পয়সা।

নাভানা ফার্মাসিউটিক্যালস কাট অফ প্রাইস বা প্রান্তসীমা মূল্যের ৩০ শতাংশ ছাড়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার ইস্যু করবে। এছাড়া কোম্পানিটি ন্যায্যমূল্যে তাদের কর্মচারী অন্যদের কাছে ১৫ শতাংশ শেয়ার ইস্যু করবে, যা দুই বছর লক-ইন থাকবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন