সোনালী পেপারের রাইট শেয়ারে আবেদন শুরু কাল

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ মুদ্রণ খাতের কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের রাইট শেয়ারে আগামীকাল মঙ্গলবার আবেদন শুরু হবে। যা চলবে ২৮ জুন পর্যন্ত। -সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২৩ মে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

গত ২০ এপ্রিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২১তম সভায় কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনালী পেপারের কোটি লাখ ৮১ হাজার ৭২৯টি রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। প্রতিটি ১০ টাকা অভিহিত মূলের উল্লেখিত শেয়ারের বিপরীতে কোম্পানিটি ১০ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ২৯০ টাকা উত্তোলন করবে। : আনুপাতিক হারে শেয়ার ইস্যু করা হবে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি সাধারণ শেয়ার পাবেন। কোম্পানিটি উত্তোলিত অর্থ দিয়ে যন্ত্রপাতি ক্রয় করবে। সোনালী পেপারের রাইট শেয়ারে ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

উল্লেখ্য, কোম্পানিটি আগামী পাঁচ বছর কোনো বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়াতে পারবে না। এছাড়া তিন বছর কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার লক ইন থাকবে। রাইট শেয়ার ডকুমেন্ট অনুযায়ী ৩০ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটি পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে (এনএভিপিএস) ২৩৫ টাকা ২৭ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন