পি কে হালদার ভারতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

কয়েক হাজার কোটি টাকা পাচারের অভিযোগে পলাতক এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার গ্রেফতার হয়েছেন। আজ শনিবার ভারতের পশ্চিমবঙ্গ থেকে তাকে গ্রেফতার করে দেশটির অর্থ সংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। 

ভারতীয় গণমাধ্যমের পাশাপাশি দুদকের একটি সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গ্রেফতার হওয়া পি কে হালদারের একটি ভিডিও। তার সঙ্গে পাঁচ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গেছে।

হিন্দুস্তার টাইমস জানিয়েছে, গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের ১০টি স্থানে একযোগে অভিযান চালায় ইডি। বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে পি কে হালদার সেখানে অবৈধভাবে সম্পত্তি কিনেছেন এমন অভিযোগে এসব অভিযান চালানো হয়। এর একদিন পরই তাকে গ্রেফতারের খবর পাওয়া গেল। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন