১৮ মাস পর খুললো রাবিপ্রবির আবাসিক হল

বণিক বার্তা প্রতিনিধি, রাঙ্গামাটি

কভিড-১৯ মহামারীর কারণে প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা রাঙ্গামাটি জেলা শহরের তবলছড়িতে অস্থায়ী আবাসিক হলের শিক্ষার্থীদের ফুল ও মাস্ক দিয়ে বরণ করে নেন। পরে তিনি আবাসিক হলগুলো পরিদর্শন করেন।  

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা ত্রিবেনী চাকমা জানান, গত ১৭ই নভেম্বর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ একাডেমিক কাউন্সিল সভায় কভিড-১৯ প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ সাপেক্ষে শিক্ষার্থীদের জন্য ২৫ নভেম্বর থেকে আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা টিকা কার্ডের ফটোকপি জমা দিয়ে হলে প্রবেশ করেন। 

রাবিপ্রবির দুইটি অস্থায়ী হলে ১১৪ জন ছাত্র ও ৩১ ছাত্রীর আবাসনের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে প্রথম দিনে প্রায় ২৫ জন শিক্ষার্থী হলে প্রবেশ করেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন