আবারো ৭ হাজার পয়েন্টের নিচে সূচক

নিজস্ব প্রতিবেদক

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস থেকেই টানা নিম্নমুখিতা পরিলক্ষিত হচ্ছে দেশের পুঁজিবাজারে। টানা চার কার্যদিবসে ১৭৪ পয়েন্ট হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স। এর মধ্যে গতকাল একদিনেই দশমিক ৩৫ শতাংশ পয়েন্ট হারিয়েছে সূচকটি। পাশাপাশি ডিএসইতে দৈনিক লেনদেনের পরিমাণও কমেছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সূচক কমলেও দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, মুদ্রাবাজারে তারল্য প্রবাহ কমে যাওয়ার পাশাপাশি মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার কারণে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা শঙ্কা কাজ করছে। ফলে কয়েকদিন ধরেই বিনিয়োগকারীদের মধ্যে ব্যাংক খাতের শেয়ার বিক্রি করে দেয়ার প্রবণতা ছিল লক্ষণীয়। এর প্রভাবে সূচকে নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদের শুরুর পর ১৫ মিনিট সূচক ঊর্ধ্বমুখী ছিল। এর পর থেকেই শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে সূচক। শেষ পর্যন্ত দিন শেষে গতকাল ডিএসইএক্স ৯৫ পয়েন্ট কমে হাজার ৯১৮ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের কার্যদিবসে ছিল হাজার ১৩ পয়েন্টে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান রেখেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আইএফআইসি ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) ব্র্যাক ব্যাংকের শেয়ার।

ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিনশেষে ১৭ পয়েন্ট কমে হাজার ৪৫২ পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিন ছিল হাজার ৪৬৯ পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় ৩০ পয়েন্ট কমে গতকাল হাজার ৬৩১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন শেষে যা ছিল হাজার ৬৬১ পয়েন্টে।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে হাজার ১২৯ কোটি টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল হাজার ৩১৪ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২৫৯টির আর অপরিবর্তিত ছিল ৩১টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের প্রায় ৩৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। এদিন ব্যাংক খাতের ৩৯২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে ১৪৮ পয়েন্ট কমে ১২ হাজার ১৯০ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১২ হাজার ৩৩৯ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৮৫টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৭১টির আর অপরিবর্তিত ছিল ২৭টির বাজারদর। গতকাল সিএসইতে মোট ৫৮ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন