পতনে সপ্তাহ শুরু

৫১ পয়েন্ট হারিয়েছে ডিএসইএক্স

নিজস্ব প্রতিবেদক

গত সপ্তাহের প্রথম চার কার্যদিবস টানা দরপতন হয়েছিল দেশের পুঁজিবাজারে। শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচক কিছুটা ঘুরে দাঁড়ায়। তবে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার আবারো পতনের বৃত্তে পুঁজিবাজার। গতকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জেই সূচকের পতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন দৈনিক লেনদেনের পরিমাণ বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর আধা ঘণ্টা ঊর্ধ্বমুখী ছিল সূচক। এরপর শেয়ার বিক্রির চাপ বাড়তে থাকায় পয়েন্ট হারাতে থাকে সূচক। মাঝে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও দিনশেষে সেটি স্থায়ী হয়নি। ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স গতকাল প্রায় ৫১ পয়েন্ট কমে হাজার ৮৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের কার্যদিবসে ছিল হাজার ৯০৭ পয়েন্টে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান রেখেছে লাফার্জহোলসিম বাংলাদেশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার।

ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিনশেষে প্রায় ১৮ পয়েন্ট কমে হাজার ৪৪৪ পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিন ছিল হাজার ৪৬২ পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে পয়েন্ট কমে গতকাল হাজার ৫৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিনশেষে যা ছিল হাজার ৬০১ পয়েন্টে।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে হাজার ১৪৫ কোটি টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল হাজার ৬৮ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ৪৯টির, কমেছে ৩০৩টির আর অপরিবর্তিত ছিল ২৫টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২০ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বিবিধ খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দশমিক ৭০ শতাংশ দখলে নিয়েছে বস্ত্র খাত। ১৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংক খাত। ১০ দশমিক ৮৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল ওষুধ রসায়ন খাত। এছাড়া জ্বালানি বিদ্যুৎ খাতের দখলে ছিল দশমিক ৯৭ শতাংশ। খাদ্য আনুষঙ্গিক, জীবন বীমা, বিবিধ তথ্যপ্রযুক্তি ছাড়া বাকি সব খাতের শেয়ারেই গতকাল ঋণাত্মক রিটার্ন ছিল।

গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ সিকিউরিটিজ ছিল বেক্সিমকো লিমিটেড, এনআরবিসি ব্যাংক, আলিফ ম্যানুফ্যাকচারিং, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, আইএফআইসি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি), মালেক স্পিনিং, লাফার্জহোলসিম বাংলাদেশ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।

সমাপনী দরের ভিত্তিতে গতকাল ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষ ১০ সিকিউরিটিজ ছিল সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বিএটিবিসি, জেনেক্স ইনফোসিস, কাট্টলী টেক্সটাইল, রহিমা ফুড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, নিউ লাইন ক্লোথিং আলিফ ম্যানুফ্যাকচারিং।

অন্যদিকে গতকাল এক্সচেঞ্জটিতে দর কমার শীর্ষে থাকা কোম্পানির মধ্যে রয়েছে তুংহাই নিটিং অ্যান্ড ডায়িং, স্টাইলক্রাফট, বিডি থাই, ফার্মা এইড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, আরামিট লিমিটেড, সিভিও পেট্রো কেমিক্যাল, স্ট্যান্ডার্ড সিরামিক, দেশবন্ধু পলিমার ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

দেশের আরেক পুঁজিবাজার সিএসইতে গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে প্রায় ৭১ পয়েন্ট কমে ১২ হাজার ৬২ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১২ হাজার ১৩৩ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৮৮টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ২০৭টির আর অপরিবর্তিত ছিল ১৭টির বাজারদর। গতকাল সিএসইতে মোট ২৭ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৩৪ কোটি টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন