সারা দেশে পরিবহন ধর্মঘট শুরু করার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোয় সড়ক পরিবহনে পণ্য ও যাত্রী ভাড়া বাড়ানোর দাবি তুলেছেন পরিবহন মালিকরা।  ভাড়া না বাড়ানো হলে আগামীকাল শুক্রবার থেকে সারা দেশে পরিবহন ধর্মঘটের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তারা। 

সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পাশাপাশি বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুর টোল হার বৃদ্ধিও তাদের এজেন্ডা। 

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে।  বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনেরও বিকেলে বৈঠকে বসার কথা রয়েছে।  এদিকে ২৪ ঘণ্টার মধ্যে জ্বালানি তেলের দাম না কমালে সারা দেশে পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ট্যাংক লরি প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।

গতকাল বুধবার রাতে জ্বালানি তেলের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বণিক বার্তাকে বলেন, আমরা কোনো পরিবহন ধর্মঘটের ঘোষণা দেইনি। তবে পরিবহন মালিকরা গাড়ি চালাতে চাইছে না।  আমরা বিআরটিএ চেয়ারম্যানের কাছে ভাড়া বাড়ানোর জন্য চিঠি দিয়ে বলেছি, জরুরিভিত্তিতে বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া বাড়াতে হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন