জলবায়ু ঝুঁকিতে অগ্রাধিকার পাবে বিশেষ চাহিদাসম্পন্নরা

নিজস্ব প্রতিবেদক

ছবি: (পিআইডি)

জলবায়ু ঝুঁকি থেকে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের সুরক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে বর্তমান সরকার বিভিন্ন কার্যকর কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। গতকাল বিকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে তিনি এ কথা জানান।

পরিবেশমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার জলবায়ু ঝুঁকি থেকে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের সুরক্ষার জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন কার্যকর কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। বর্তমান সরকার হোল অব সোসাইটি অ্যাপ্রোচে কাজ করার ফলে সমাজের অসহায় মানুষের সুরক্ষা ও নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এজন্য জাতীয় সব পরিকল্পনায় বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের কথা বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা যাতে সব প্রতিবন্ধকতা দূর করে জীবনে সফল হতে পারে এবং তাদের জীবন সুরক্ষিত থাকে তার জন্য সরকার সবকিছু করছে।’

তরি ফাউন্ডেশনের প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিবিষয়ক নির্বাহী আফিয়া কবির আনিলা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে বাংলাদেশের অনেক মানুষ বাস্তুচ্যুত হবে। তাই মানুষকে রক্ষায় ব্যাপকভাবে গাছ লাগানোসহ জলবায়ু পরিবর্তন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন