১৫% নগদ লভ্যাংশ দেবে এসকোয়ার নিট

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এসকোয়ার নিট কম্পোজিট লিমিটেডের পরিচালনা পর্ষদ। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

সমাপ্ত হিসাব বছরে এসকোয়ার নিটের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে টাকা ২০ পয়সা। যেখানে আগের বছরে ইপিএস ছিল টাকা ৯৭ পয়সা। বছরের ৩০ জুন শেষে পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৫ টাকা পয়সায়।

ঘোষিত লভ্যাংশ অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী বছরের ২৬ জানুয়ারি বেলা ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। -সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ডিসেম্বর।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন