২৮ সেপ্টেম্বর গণটিকা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

আগামী মঙ্গলবার দেশে গণটিকা কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন ৮০ লাখ টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। তার জন্মদিনেই এ টিকাদান কর্মসূচি শুরু হবে। আপাতত এক সপ্তাহের জন্য এ ক্যাম্পেইন চলবে।

এর আগে গত ৭ আগস্ট থেকে প্রথম ধাপে গণটিকা দেওয়ার ঘোষণা দেয় সরকার। পাঁচ দিন ধরে এ কার্যক্রম চলে। তবে টিকার সংকটের কারণে পরবর্তীতে এ কার্যক্রম চালু রাখতে পারেনি সরকার। এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, প্রত্যাশিত টিকা পেলে গণটিকা কর্মসূচি নিয়ে ভাবা হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন