সূচক উত্থানের দিনে লেনদেন দুই মাসে সর্বনিম্ন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম কার্যদিবসে পতনের পর গতকাল উত্থানে ফিরেছে পুঁজিবাজার। এদিন ডিএসইর সব সূচক সিএসইর প্রধান প্রধান সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট দর। তবে গতকাল সূচকের উত্থান হলেও টাকার পরিমাণে লেনদেন দুই মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে।

ডিএসইতে গতকাল হাজার ৭৬২ কোটি ৫৬ লাখ ৪৫ হাজার টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে। যা এক মাস ২২ দিন বা ৩২ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। এর আগে চলতি বছরের ২৯ জুলাই গতকালের চেয়ে কম লেনদেন হয়েছিল। সেদিন লেনদেন হয়েছিল হাজার ৫২১ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকার।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকে সূচক ঊর্ধ্বমুখী ছিল। এর কিছু সময় পর সূচকের কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যায়। এরপর আবার উত্থান পতনের মাধ্যমে দিনশেষে উত্থান অবস্থায় লেনদেন শেষ হয়। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক শূন্য পয়েন্ট বেড়ে হাজার ২০৫ দশমিক ৮২ পয়েন্টে দাঁড়িয়েছে, যা এর আগের কার্যদিবসে ছিল হাজার ১৯১ দশমিক ৮০ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল লাফার্জহোলসিম বাংলাদেশ, বেক্সিমকো, রেনাটা, বিকন ফার্মাসিউটিক্যালস, ন্যাশনাল ব্যাংক, রিং শাইন টেক্সটাইল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এনভয় টেক্সটাইল ইস্টার্ন ইন্স্যুরেন্সের।

এদিকে ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিনশেষে দশমিক ২৭ পয়েন্ট বেড়ে হাজার ৫৭০ দশমিক শূন্য পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিন ছিল হাজার ৫৬৬ দশমিক ৮০ পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে দশমিক ৬০ পয়েন্ট বেড়ে গতকাল হাজার ৬৬১ দশমিক ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবস শেষে যা ছিল হাজার ৬৫৫ দশমিক ৮১ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ১৬৩টির আর অপরিবর্তিত ছিল ৩৭টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৩ দশমিক ৯২ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে সাধারণ বীমা খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১১ দশমিক ৭৩ শতাংশ দখলে নিয়েছে বস্ত্র খাত। ১০ দশমিক ৫৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে আর্থিক খাত। দশমিক ২৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল প্রকৌশল খাত। আর দশমিক শূন্য শতাংশ লেনদেনের ভিত্তিতে পঞ্চম অবস্থানে রয়েছে বিবিধ খাত।

গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ সিকিউরিটিজ ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো), লাফার্জহোলসিম বাংলাদেশ, রূপালী ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আলিফ ম্যানুফ্যাকচারিং, লংকাবাংলা ফাইন্যান্স, সাইফ পাওয়ারটেক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি।

দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে ২৭ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬২০ দশমিক ২৭ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১২ হাজার ৫৯৩ দশমিক ১২ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১৩১টির আর অপরিবর্তিত ছিল ৩৮টির বাজারদর। গতকাল সিএসইতে মোট ৭৫ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ২৩৪ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে যা ছিল ৬৬ কোটি ৫৮ লাখ ৯৬ হাজার ৭৮২ টাকার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন