গ্রুপের ভোগ্যপণ্য কোম্পানিতে বিনিয়োগ করবে ইফাদ অটোজ

নিজস্ব প্রতিবেদক

ইফাদ গ্রুপের ভোগ্যপণ্য উৎপাদনকারী কোম্পানি ইফাদ মাল্টিপ্রোডাক্টস লিমিটেডের ৪০ শতাংশ শেয়ার কিনবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোজ লিমিটেড এজন্য তালিকাভুক্ত কোম্পানিটি ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ

নতুন বিনিয়োগের বিষয়ে ইফাদ অটোজের আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে বিনিয়োগের পুরো অর্থ কোম্পানিটির নিজস্ব তহবিল থেকে জোগান দেয়া হবে ২০০৩ সালে প্রতিষ্ঠিত হওয়া ইফাদ মাল্টিপ্রোডাক্টস আটা, ময়দা, নুডলস, বিভিন্ন ধরনের বিস্কুট, প্যাকেটজাত মসলা বোতলজাত পানি উৎপাদন বিক্রি করে থাকে

ইফাদ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন তাসকিন আহমেদ একই সঙ্গে তিনি ইফাদ অটোজের পরিচালক ইফাদ মাল্টিপ্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক বিনিয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি বণিক বার্তাকে বলেন, বর্তমানে আমরা ব্যবসা সম্প্রসারণ পর্যায়ে রয়েছি আমাদের ভোগ্যপণ্যের ব্যবসার ভালো সম্ভাবনা রয়েছে বিদ্যমান পণ্যের বিক্রি বাড়ানোর পাশাপাশি সামনে নতুন পণ্যও বাজারে আনার পরিকল্পনা রয়েছে তাছাড়া বর্তমানে আমরা ২৫টিও বেশি দেশে ভোগ্যপণ্য রফতানি করছি রফতানি বাজারেও বিদ্যমান পণ্যের বিক্রি বাড়ানোর পাশাপাশি নতুন নতুন বাজারে প্রবেশ করতে আগ্রহী সব মিলিয়েই আমরা এই কৌশলগত বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি

সম্প্রতি মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীতে ৩০ একর জমি বরাদ্দ পেয়েছে ইফাদ অটোজ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছ থেকে ৫০ বছরের জন্য জমি লিজ নিয়েছে কোম্পানিটি এখানে বাণিজ্যিক কার্যক্রম শিল্প অবকাঠামো নির্মাণ করবে কোম্পানিটি

সর্বশেষ সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ইফাদ অটোজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ১৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল টাকা ৯২ পয়সা তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইপিএস হয়েছে ৫১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৮ পয়সা ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৮০ পয়সা

৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য উদ্যোক্তা পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারদের শতাংশ নগদ সব শেয়ারহোল্ডারকে শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ইফাদ অটোজ আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল টাকা ৫৯ পয়সা ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩৯ টাকা ৭৩ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৯ টাকা ১৮ পয়সা

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ইফাদ অটোজ ২০১৮ হিসাব বছরের জন্য ২২ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা

সর্বশেষ ঋণমান অনুযায়ী, কোম্পানিটির সার্ভিল্যান্স এনটিটি রেটিং ডাবল -টু ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের কাছে প্রতিষ্ঠানটির দায়সহ হালনাগাদ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)

২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোজের অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা বর্তমানে কোম্পানির পরিশোধিত মূলধন ২৫২ কোটি ৯৫ লাখ টাকা রিজার্ভে রয়েছে ৬৩৩ কোটি ৩৪ লাখ টাকা কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২৫ কোটি ২৯ লাখ ৫০ হাজার ৪১২ এর মধ্যে ৫৪ দশমিক ৮৭ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ২৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৮৩ শতাংশ বিদেশী বিনিয়োগকারী বাকি ১৮ দশমিক ৩০ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে

সর্বশেষ নিরীক্ষিত ইপিএস বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য-আয় অনুপাত ৫৯ দশমিক ৬৭, অনিরীক্ষিত হালনাগাদ প্রান্তিক প্রতিবেদনের ভিত্তিতে যা ১৮ দশমিক ৭৭

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বৃহস্পতিবার ইফাদ অটোজ শেয়ার সর্বশেষ ৫৪ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে গত এক বছরে শেয়ারটির দর ৩৮ টাকা ৫০ পয়সা থেকে ৬১ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করেছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন