খাবার নিয়ে মহাখালী বাস টার্মিনালের পরিবহণ শ্রমিকদের পাশে কেএফএইচ

নিজস্ব প্রতিবেদক

চলমান বিধিনিষেধে ক্ষতিগ্রস্থ রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের জন্য সপ্তাহব্যপী খাবার বিতরণ কর্মসূচী হাতে নিয়েছে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন শুক্রবার (৩০ জুলাই) ৩১৮ জন পরিবহণ শ্রমিকের মাঝে খাবার বিতরনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন এই কার্যক্রম চলবে।ফাউন্ডেশনের খাদ্য বিতরণ কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করছে ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন।

কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি এর চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, লকডাউনে সবচাইতে ক্ষতিগ্রস্ত সেক্টর হলো পরিবহণ খাত এ খাতের কর্মহীন শ্রমিকেরা অনাহার বা অর্ধাহারে দুঃসহ সময় পার করছে। এমন অবস্থায় আগামী ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন তিন শতাধিক শ্রমিক অন্তত একবেলা যেন পেট ভরে খেতে পারে তারই উদ্যোগ নিয়েছে কেএফএইচ। তিনি আরো বলেন, আমরা জানি এ সহায়তা চাহিদার তুলনায় অপ্রতুল। তবে সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে আরো অনেক সংখ্যক পরিবহণ শ্রমিককে খাদ্য সহায়তার আওতায় আনা সম্ভব।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শহিদুল্লাহ সদুতিনি বলেন, লকডাউনে পরিবহণ শ্রমিকেরা কঠিন সময় পার করছে। কেবল মহাখালী বাস টার্মিনালে এক হাজারের বেশি পরিবহণ শ্রমিক রয়েছে যাদের খাদ্য সহায়তা প্রয়োজন। লকডাউনে মহাখালীর মতো দেশের স বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সহায়তা প্রয়োজন। কেএফএইচ এর মতো অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজের বিত্তবান লোকেরা এগিয়ে আসলে পরিবহণ শ্রমিকের কষ্ট লাঘব হতে পারে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি এর সেক্রেটারি জেনারেল মো. রাইসুল ইসলামডেপুটি সেক্রেটারি জেনারেল মো. আশরাফ উদ্দিন, ফাইন্যান্স সেক্রেটারি একেএম রফিকুল ইসলাম চৌধুরী, মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম হিরন প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন