রামেক করোনা হাসপাতালে মৃত্যু ১৯,শয্যা বাড়ল ৪৯

বণিক বার্তা প্রতিনিধি , রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল করোনা আইসোলেশন ইউনিটে আরও  ১৯ জন মারা গেছেন। সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টার মধ্যে এরা মারা যান। এদিকে করোনা আইসোলেশন ইউনিটে আরেক দফা শয্যা বাড়ানো হয়েছে। হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ড সোমবার ৪৯ শয্যা করোনা রোগীদের জন্য খুলে দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সেখানে রোগী ভর্তি হয়েছেন ১৫ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী তথ্যটি নিশ্চিত করেছেন।গত ২৪ ঘন্টায় যে ১৯ জন মারা গেছেন এদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে করোনা। এছাড়া ১৫ জন করোনা উপসর্গে মারা গেছেন।

এদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৬ জন নারী। মৃত ১১ জনের বয়স ৬১ বছরের উপরে। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।

গত এক দিনে মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১০ জনের বাড়ি বিভাগে করোনার হটস্পট রাজশাহী জেলায়। এছাড়া নওগাঁর দুজন, নাটোরের দুজন, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং জয়পুরহাট জেলার একজন করে মারা গেছেন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন এরা।

রামেক হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে সর্বোচ্চ ৪ জন করে মারা গেছেন হাসপাতালের নিবীড় পরিচর্যাকন্দ্র (আইসিইউ),  ২২ এবং ২৯/৩০ নম্বর ওয়ার্ডে। । এছাড়া ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে দুজন করে এবং  ৩, ১৪ ‍ও ১৫ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণেেএকজন করে মারা গেছেন রাজশাহী, নাটোর, নওগাঁ ও পাবনা জেলার বাসিন্দা। এছাড়া  উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৫ জনের মধ্যে রাজশাহীর ৯ জন এবং নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং জয়পুরহাটের বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

নতুন ওয়ার্ড ৪৯ শয্যা চালুর পর থেকে করোনা ইউনিটের শয্যা দাঁড়াল ৪৫৪ তে। এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা ৪৮৯ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৯ জন। করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯৭ জন। এছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০৪ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৮৮ জনের নমুনায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ জন। এই একদিনে হাসাপাতল ছেড়েছেন ৭৩ জন।

সোমবার হাসপাতাল ল্যাবে ২৮২ জনের এবং রাজশাহী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৪৩০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। 

এর মধ্যে রামেক হাসপাতাল ল্যাবে ৭৫ ও রামেক ল্যাবে ১২৬ জনের নুমানায় করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে  রাজশাহীর ২৯ দশমিক ০৩ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ১৮ দশমিক ৫২ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন