সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জে মহাসড়কে দীর্ঘ যানজট

বণিক বার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জ

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে গতকাল সিরাজগঞ্জের মুলিবাড়ি, কড্ডা থেকে নলকা ব্রিজ পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে মাঝে মাঝে সেতুর পশ্চিম গোলচত্বর থেকে নলকা ব্রিজ পর্যন্ত মহাসড়কের ১৫ কিলোমিটারজুড়ে ধীরগতিতে চলে যানবাহন এমন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী চালকরা গতকাল দুপুরের পর থেকে যানজট কিছুটা কমে এলেও বিকালে যানবাহন চলে ধীরগতিতে

মহাসড়কে চার লেন সড়ক, ডিভাইডার ফ্লাইওভারের নির্মাণকাজ চলমান থাকায় এমনটা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ট্রাকচালক মুছা সেখ বলেন, বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত আসতে ঘণ্টা সময় লেগেছে

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন বলেন, সিরাজগঞ্জের মুলিবাড়ি, কড্ডা নলকা ব্রিজ এলাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে চার লেনে সড়ক উন্নীতকরণ, ডিভাইডার ফ্লাইওভারের নির্মাণকাজ চলমান থাকায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারছে না ফলে এলাকাগুলোতে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে

অন্যদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে গত সোমবার সকাল থেকে গতকাল বিকাল পর্যন্ত টানা দুদিন সড়কটির উভয়দিকে কমপক্ষে ৬০ কিলোমিটার দীর্ঘ যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে শত শত যানবাহন এতে চরম দুর্ভোগে পড়ে চট্টগ্রাম থেকে দেশের উত্তরাঞ্চলগামী বিভিন্ন পণ্যবাহী পরিবহন, যাত্রীবাহীসহ বিভিন্ন যানবাহনের চালক যাত্রীরা এদিকে যানজট নিরসনে গাজীপুর ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ কালীগঞ্জ থানা পুলিশ মহাসড়কে দায়িত্ব পালন করলেও যানজট কমেনি

সরেজমিন ঘুরে জানা যায়, সোমবার সকালে রূপগঞ্জ থানার পার্শ্ববর্তী কালীগঞ্জ থানাধীন পাঞ্জুরা এলাকায় পূর্বাচল ফ্যাশন নামে একটি রফতানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা সকাল থেকে বেতন-ভাতার দাবিতে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এছাড়া এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কটি চার লেন বিশিষ্ট সড়কে উন্নতিকল্পে বিভিন্ন স্থানে সড়কের একপাশ বন্ধ করে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ এর ফলে সোমবার সকাল থেকে গতকাল বিকাল পর্যন্ত রূপগঞ্জের গোলাকান্দাইল থেকে মীরেরবাজার পর্যন্ত উভয় পাশে কমপক্ষে ৬০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয় এতে উত্তরাঞ্চল থেকে চট্টগ্রাম বন্দরগামী চট্টগ্রাম থেকে উত্তরাঞ্চলগামী বিভিন্ন পণ্যবাহী যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন

গতকাল বিকালে রংপুর থেকে চট্টগ্রাম বন্দরগামী কাভার্ড ভ্যানচালক জামাল মিয়া বলেন, সোমবার সকালে রওনা দিছি এখন পর্যন্ত কাঞ্চন সেতুর টোল প্লাজা পার হতে পারিনি জানি না কতক্ষণ পর যানজট থেকে রেহাই পাব এমনকি কখন মালামাল নিয়ে গন্তব্যে পৌঁছাব সেটাও বুঝতে পারছি না

ব্যাপারে কাঞ্চন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, পার্শ্ববর্তী কালীগঞ্জ থানার পাঞ্জুরা এলাকায় একটি রফতানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করায় এশিয়ান হাইওয়ে সড়কটি চার লেন করার জন্য কালীগঞ্জ এলাকায় কাজ শুরু হয়েছে যার কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে সড়কের রূপগঞ্জ থানাধীন এলাকায় ট্রাফিক পুলিশের পাশাপাশি রূপগঞ্জ থানা পুলিশ হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে গাজীপুরের কালীগঞ্জ থানাধীন এলাকায় সেখানে যানজটের সূত্রপাত হয়েছে সেখানকার দায়িত্বরত ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ শুনেছি তেমন সহায়তা করছে না যদি সহায়তা করত তাহলে যানজট এত দীর্ঘ হতো না

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন