অর্থ পাচার নিয়ে দুদক চেয়ারম্যান

পর্যাপ্ত তথ্যের অভাবে ব্যবস্থা নেয়া যাচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

পর্যাপ্ত তথ্য না পাওয়ায় বিদেশে অর্থ পাচারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। গতকাল দুদক প্রধান কার্যালয়ে বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র্যাক) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা বলেন।

গত ১০ মার্চ দুদকে যোগদান করেন মঈনউদ্দীন আবদুল্লাহ। একই দিনে তার সঙ্গে যোগ দেন কমিশনার মো. জহুরুল হক। 

অর্থ পাচার রোধে কমিশনের কার্যক্রম সম্পর্কে দুদক চেয়ারম্যান বলেন, মানি লন্ডারিংয়ের ব্যাপারে আমাদের কাছে তথ্য আসতে হয়, তথ্য-উপাত্ত যেগুলো সাধারণত ডকুমেন্টারি হয়, ডকুমেন্ট ঠিকমতো পেলে আমাদের মামলায় হারার কোনো সুযোগ নেই। কারণে (মানি লন্ডারিং মামলায়) আমাদের সাফল্য। সেসব ডকুমেন্ট এবং তথ্য না পাওয়াই এখন আমাদের প্রধান অন্তরায়, অল্প সময়ের মধ্যে আমার অভিজ্ঞতা। আন্তর্জাতিকভাবেও তথ্য সংগ্রহ করব। বিষয়ে আমরা জাতিসংঘের সংশ্লিষ্ট ফোরামে স্বাক্ষর করেছি। সত্য কথা কী, সব দেশ থেকে সময়মতো তথ্য সহযোগিতা পাচ্ছি না। অনেক দেশ বলে যে মামলা হয়েছে কিনা, তারা বলে মামলা হলে আমরা তথ্য দেব। কিন্তু আমাদের মামলা করার জন্যই যে তথ্যের দরকার, এমন নানা ধরনের সমস্যা। সমস্যা অতিক্রম করার জন্য অবশ্যই আমরা পরিকল্পনা করব। বিষয়ে বলার মতো পরিকল্পনা এখনো হয়নি।

অনুষ্ঠানে অংশ নেন দুদক কমিশনার . মোজাম্মেল হক খান, কমিশনার মো জহুরুল হক।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন