রাজশাহী মেডিকেলে করোনায় সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু

বণিক বার্তা অনলাইন

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছেন। এদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে করোনায়। বাকি ছয় জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে।

এ যাবত রামেক হাসপাতালে এক দিনে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড এটি। এর আগে গত ৩০ মে সর্বোচ্চ ১২ জন মারা যান রামেক হাসপাতালে। 

হাসপাতালে উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও করোনা ইউনিটে ১৬ জন মারা গেছেন। 

এদের মধ্যে ৯ জনই করোনার নতুন হটস্পট   চাঁপাইনবাবগঞ্জ  জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এছাড়া রাজশাহীর ৬ জন এবং নওগাঁর একজন মারা গেছেন।

ডা. সাইফুল ফেরদৌস আরো বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৩২ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৫ জন চাঁপাইনবাবগঞ্জ, ১৩ জন রাজশাহীর৩ জন পাবনার এবং নাটোরের একজন। এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২২৫ জন। আইসিইউতে রয়েছে ১৬ জন। 

গত ২৪ মে দুপুর থেকে ৩ জুন পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা মারা গেছেন ৪৬ জন। অন্যরা মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন