নভেল করোনাভাইরাস

আজ ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮২২

দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণে আজ ৪১ জনের মৃত্যু হয়েছে। আজ সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় এসব মৃত্যু  ঘটে। একই সময়ে দেশের ১ হাজার ৮২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ শনাক্তসহ দেশে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৬৯ হাজার ১৬০। সর্বশেষ ৪১ জনসহ বাংলাদেশে মোট মৃতের সংখ্যা ১১ হাজার ৭৯৬।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ বাড়ি ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ৩ হাজার ৬৯৮ জন করোনা রোগী সুস্থ হওয়ায় মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ২ হাজার ১৬৩ জনে।

আজকের বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৪২৮ টি ল্যাবরেটরিতে ২১ হাজার ৫৮৫ টি নমুনা পরীক্ষা করা হয়।

মারা যাওয়া ৪১ জনের মধ্যে ২২ জন পুরুষ আর নারী ১৯ জন। তাদের ২৬ জন সরকারি হাসপাতালে, ১৪ জন বেসরকারি হাসপাতালে ও একজন বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এদের বয়স বিবেচনায় ২৪ জন ষাটোর্ধ্ব। বাকিদের মধ্যে ১৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, দুজন ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছিলেন। 

মৃতদের মধ্যে ২০ জন ঢাকা বিভাগের, ১৪ জন চট্টগ্রাম, রাজশাহী,বরিশাল ও সিলেট বিভাগের দুজন করে এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন ।

দেশে এ পর্যন্ত মারা যাওয়া ১১ হাজার ৭৯৬ জনের মধ্যে ৮ হাজার ৫৬৬ জন পুরুষ ও ৩ হাজার ২৩০ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, টিকা সংকটের কারণে গত ২৬ এপ্রিল থেকে প্রথম ডোজের প্রয়োগ বন্ধ করে সরকার। প্রথম ডোজ গ্রহণকারীদের দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে ১৪ লাখ ডোজের ঘাটতি রয়েছে। নতুন করে প্রথম ডোজ দেয়া শুরু হলে তখন নিবন্ধনও চালু করা হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহানে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয়। এরপর মাত্র দুই মাসের ব্যবধানে শতাধিক দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের ১০ দিন পর মৃত্যুর খবর জানায় সরকার। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে বাংলাদেশের অবস্থান ৩৩তম ও মৃতের সংখ্যা বিবেচনায় বাংলাদেশ ৩৭তম অবস্থানে রয়েছে। গত ৭ ফেব্রুয়ারি দেশে গণটিকাদান কার্যক্রম শুরু করে সরকার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন