নড়াইল সদর হাসপাতাল

দুদকের নজরদারিতে অর্থ আত্মসাতের অভিযোগ

বণিক বার্তা প্রতিনিধি, নড়াইল

নড়াইল সদর হাসপাতালের অর্থ আত্মসাতের অভিযোগের নজরদারি করছে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়ে কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীর ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।

বণিক বার্তায় নড়াইল সদর হাসপাতালের অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত কমিটি শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানান দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত।

হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয় সূত্র জানায়, হাসপাতালের হিসাবরক্ষক জাহানারা খানমের বিরুদ্ধে ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। তাকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। ঘটনা যাচাই করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান পুলিশ সুপার প্রবীর কুমার রায় হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন। সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ফোনে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে খোঁজ নেন। তিনি তত্ত্বাবধায়ককে নির্দেশ দেন সব টাকা দ্রুত জমা দেয়ার ব্যবস্থা করতে।

দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত বলেন বিষয় নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক জেলা প্রশাসকের সঙ্গে ফোনে কথা বলেছি। দুদকের সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন