সিসিইউ থেকে কেবিনে আবুল হায়াত

বণিক বার্তা অনলাইন

করোনায় আক্রান্ত প্রবীণ অভিনেতা আবুল হায়াতের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

করোনা শনাক্ত হওয়ার পর গত বুধবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। 

হৃদপিণ্ডের জটিলতা থাকায় বাড়তি সতর্কতাস্বরূপ চারদিন তাকে করোনারি কেয়ার ইউনিটে রাখেন চিকিৎসকরা। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গতকাল রবিবার কেবিনে স্থানান্তর করা হয়।

গণমাধ্যমকে জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত বলেন, আল্লাহর রহমতে এখন ভালো আছি। প্যারামিটারগুলো ডেভেলপ করে গেছে। এখন বেটার আছি। এজন্য সিসিইউ থেকে কেবিনে এসেছি। 

এখন পর্যন্ত তার অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন হয়নি। মঙ্গলবার করোনাভাইরাস পরীক্ষার কথা রয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কবে নাগাদ হাসপাতাল ছেড়ে বাসায় যাবেন বলে জানান এই নির্মাতা ও অভিনেতা। 

আবুল হায়াত জানান, আপাতত কেবিনে বই পড়ে সময় কাটছে। গত বছর করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়া শুটিং থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। সারা বছরে মাত্র তিনটি নাটক ও একটি ছবিতে অভিনয় করেছেন।

সবাইকে সতর্ক থাকার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন