উন্নয়নশীল দেশে উত্তরণ

যশোর ও নেত্রকোনায় আনন্দ উদযাপন

বণিক বার্তা প্রতিনিধি, যশোর ও নেত্রকোনা

বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশপ্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসন পুলিশ প্রশাসন। এছাড়া নেত্রকোনা জেলা পুলিশ উপলক্ষে আনন্দ উদযাপন করেছে।

গতকাল বিকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা পুলিশ আনন্দ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে। এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর- আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি . খন্দকার মহিদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, মুক্তিযুদ্ধ চলাকালে বৃহত্তর যশোরে মুজিব বাহিনী (বিএলএফ) প্রধান আলী হোসেন মনি, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর পৌরমেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু প্রমুখ।

এদিকে নেত্রকোনা প্রতিনিধি জানান, বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের সুপারিশপ্রাপ্তিতে গতকাল বিকেলে নেত্রকোনা মডেল থানার মাঠে প্রামাণ্য চিত্র প্রদর্শনী, কেক কাটা, আলোচনা সাংস্কৃতিক আয়োজনে আনন্দ উদযাপন করে জেলা পুলিশ।

জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুনসীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী। নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, ইন সার্ভিস পুলিশ সুপার জান্নাত আফরোজ, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন, নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, অতিরিক্ত পুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন