গাজীপুরে সব ট্রেনের যাত্রাবিরতির দাবি

বণিক বার্তা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতিসহ ১০ দফা দাবিতে গতকাল সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত জয়দেবপুর রেলজংশনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়েছে। গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটি কর্মসূচি পালন করে।

সংগঠনের সভাপতি মো. সামসুল হকের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী, আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম, হোসনে আরা সিদ্দিকা জুলি, মোহাম্মদ শরীফ হোসাইন প্রমুখ। কর্মসূচি চলাকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

১০ দফা দাবির মধ্যে রয়েছে ট্রেনের বগি বৃদ্ধি, জয়দেবপুর রেলক্রসিংয়ে ওভারব্রিজ নির্মাণ, জয়দেবপুর স্টেশনে ট্রেনের আসন বৃদ্ধি, জয়দেবপুর রেলজংশনকে আধুনিকায়ন এবং নারী যাত্রীদের জন্য বগি সংযোজন। কর্মসূচিতে বক্তারা বলেন, প্রায় ৭০ লাখ মানুষ গাজীপুর জেলা সিটি করপোরেশন এলাকায় বসবাস করেন। গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও নয়টি আন্তঃনগর ট্রেনের জয়দেবপুর জংশনে কোনো স্টপেজ নেই।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন