যুক্তরাজ্যে বৃত্তি নিয়ে পড়াশোনা বিষয়ে ব্রিটিশ কাউন্সিলের আয়োজন

বণিক বার্তা ডেস্ক

উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে আগ্রহী বাংলাদেশীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রোগ্রাম রয়েছে। এই প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে: কমনওয়েলথ স্কলারশিপস, চার্লস ওয়ালেস প্রফেশনাল ভিজিটিং প্রোগ্রাম, হর্নবি স্কলারশিপস, উইমেন ইন স্টেম স্কলারশিপস এবং জিআরইএটি (গ্রেট) স্কলারশিপস।  

আগ্রহীদের এই সব স্কলারশিপ সম্পর্কে প্রয়োজনীয় ধারণা দিতে গতকাল রোববার ব্রিটিশ কাউন্সিল `স্টাডি ইউকে স্কলারশিপস ২০২১: #উই বিলিভ ইন এডুকেশন‘ শীর্ষক এক ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করে। 

বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় একশ প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেন।  এর মধ্যে রয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্টাডি অ্যাব্রড কাউন্সেলর, আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার, দেশী ও বিদেশী এনজিও, ব্রিটিশ হাইকমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়। 

ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর প্রোগ্রাম জেসিকা ম্যাগসনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। তিনি বিগত ৭০ বছর ধরে বাংলাদেশের শিক্ষাখাতে ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। 

অনুষ্ঠানের পরবর্তী বক্তা ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ইন্টারন্যাশনাল এডুকেশন সার্ভিসেস ম্যানেজার সৈয়দ তীর্থ মাহমুদ। 

চলতি বছর বাংলাদেশীদের জন্য ১১টি স্কলারশিপ রয়েছে। প্রতিটি গ্রেট স্কলারশিপের আবেদনের শেষ সময় বিশ্ববিদ্যালয়ভেদে আলাদা হবে। ডেডলাইন জানতে আগ্রহীদের পছন্দের ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ করতে হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন এই ঠিকানায়: https://www.britishcouncil.org.bd/en/great-scholarships-bangladesh.

তার বক্তব্যের পর, ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর এডুকেশন ডেভিড মেনার্ড একটি প্রেজেন্টেশনে ব্রিটিশ কাউন্সিলের পরিচালনাধীন বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রামের নানান দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডেপুটি হাই কমিশনার জাভেদ প্যাটেল যুক্তরাজ্যে শিক্ষাগ্রহণের সুবিধা এবং কীভাবে এই শিক্ষা ব্যক্তিগত ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সে বিষয়টিও তিনি তার আলোচনায় তুলে ধরেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উচ্চশিক্ষায় বাংলাদেশী শিক্ষার্থীদের সুযোগ প্রদানে এসব স্কলারশিপ প্রোগ্রামের গুরুত্বের ওপর আলোচনা করেন।  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন