সপ্তাহের ব্যবধানে ডিএসইএক্স বেড়েছে ২ শতাংশের বেশি

নিজস্ব প্রতিবেদক

গত সপ্তাহে এর আগের সপ্তাহের পতনের ধারা কাটিয়ে ঊর্ধ্বমুখী অবস্থানে ছিল দেশের পুঁজিবাজার। সময়ে দেশের উভয় স্টক এক্সচেঞ্জেই সূচক দৈনিক গড় লেনদেন বেড়েছে। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ১৭ শতাংশ। পাশাপাশি সময়ে এক্সচেঞ্জটির বাজার মূলধন বেড়েছে হাজার ৭৪৫ কোটি টাকা। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সময়ে সূচক লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারে ডিএসইএক্স প্রায় ১৩ পয়েন্ট বেড়ে হাজার ৮৮২ পয়েন্টে দাঁড়ায়। এর পরের কার্যদিবসে সূচকটি পয়েন্ট হারালেও পরের কার্যদিবসেই আবার ঘুরে দাঁড়ায়। সপ্তাহ শেষে বৃহস্পতিবার হাজার ৯৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। সপ্তাহের ব্যবধানে সূচকটি বেড়েছে ১০৬ পয়েন্ট। ডিএসইএক্সের পাশাপাশি সময়ে ডিএসইর ব্লু চিপ সূচক ডিএস-৩০ দশমিক ২২ শতাংশ এবং শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস দেড় শতাংশ বেড়েছে।

গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন বেড়েছে প্রায় ২৪ শতাংশ। সময় দৈনিক গড়ে ৭৭৯ কোটি ৬০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়, আগের সপ্তাহে যা ছিল ৬২৯ কোটি ৭৯ লাখ টাকা। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে সপ্তাহ শেষে দর বেড়েছে ২০৬টির, কমেছে ৮৮টির, অপরিবর্তিত ছিল ৬৮টির আর লেনদেন হয়নি তিনটির।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৩১ শতাংশ দখলে নিয়ে শীর্ষে ছিল সাধারণ বীমা খাত। প্রায় ১০ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ওষুধ রসায়ন খাত। শতাংশ দখলে নিয়ে তৃতীয় অবস্থানে ছিল মিউচুয়াল ফান্ড। এছাড়া শতাংশ দখলে নিয়ে বিবিধ খাত চতুর্থ এবং দশমিক শতাংশ দখলের ভিত্তিতে ব্যাংক খাত পঞ্চম অবস্থানে ছিল।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো), নিটল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, প্রগতি ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবল, নর্দান ইসলামী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।

এক্সচেঞ্জটিতে গত সপ্তাহে দর বৃদ্ধিতে (সমাপনী দরের ভিত্তিতে) শীর্ষে ছিল ইউনিলিভার কনজিউমার কেয়ার, আমরা নেটওয়ার্কস, দ্য পেনিনসুলা চিটাগং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্রগতি ইন্স্যুরেন্স, আরডি ফুড, হামিদ ফেব্রিকস, ন্যাশনাল ফিড মিল, নাভানা সিএনজি কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে গেল সপ্তাহে ডিএসইতে দরপতনে শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল), আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রভাতী ইন্স্যুরেন্স, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, এসিআই লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার মিলস, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড।

দেশের আরেক পুঁজিবাজার সিএসইতে গত সপ্তাহে সিএসসিএক্স সূচক ১৮১ পয়েন্ট বেড়ে বৃহস্পতিবার দিন শেষে হাজার ৫৮৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে পাঁচ কার্যদিবসের লেনদেনে মোট ১২৫ কোটি লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৮৭ কোটি ৫৭ লাখ টাকা। লেনদেন হওয়া ৩১০টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ৮৩টির আর অপরিবর্তিত ছিল ৫১টির বাজারদর।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন