মণিরামপুরে জোড়া খুনের রহস্য উদ্ঘাটনের দাবি

বণিক বার্তা প্রতিনিধি, যশোর

যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া উত্তরপাড়ায় জোড়া খুনের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। হত্যায় জড়িত সন্দেহে আটক এক যুবকের দেয়া তথ্যের ভিত্তিতে খুনে ব্যবহূত চাকু নিহত একজনের মোবাইল ফোনও উদ্ধার হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

গতকাল যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। তিনি জানান, জোড়া হত্যাকাণ্ডের ঘটনাটি ছিল ক্লুলেস, চাঞ্চল্যকর স্পর্শকাতর। এসব বিবেচনায় এটি তদন্তের দায়িত্ব দেয়া হয় জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আটক করা হয় যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামের মো. জাহিদ হাসান ওরফে মানিক (২৩) নামে এক যুবককে। তার স্বীকারোক্তি মতে, ঘটনাস্থলের প্রায় আধা কিলোমিটার দূরে মোশারফ হোসেন ওরফে টুকু মেম্বারের পুকুর থেকে নিহত বাদল হোসেনের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এরপর গত বুধবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থলের অদূরে আলতাফ হোসেনের জমি থেকে হত্যার কাজে ব্যবহূত একটি বার্মিজ চাকু উদ্ধার হয়। হত্যার কথা স্বীকার করেছেন আটক যুবক।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন