মুজিব জন্মশতবর্ষ

সংসদের বিশেষ অধিবেশন বসছে ৮ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসছে আগামী নভেম্বর। সেদিন সন্ধ্যা ৬টায় সংসদের বৈঠক বসবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের () দফার প্রদত্ত ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেছেন। গতকাল সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এর আগে গত ২২-২৩ মার্চ বিশেষ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে পরে তা স্থগিত করা হয়। সম্প্রতি স্পিকার . শিরীন শারমিন চৌধুরী নতুন করে বিশেষ অধিবেশন আহ্বানের উদ্যোগের কথা জানিয়েছিলেন।

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপনে বছরকে মুজিববর্ষ ঘোষণা করে নানা কর্মসূচি নেয় সরকার। পরে গত জানুয়ারি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে উপলক্ষে বিশেষ অধিবেশন বসানোর সিদ্ধান্ত হয়। তবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ বাংলাদেশেও নিশ্চিত হওয়ার পর গত ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান কাটছাঁট করা হয়।

করোনাভাইরাস মহামারীর মধ্যে বাজেট অধিবেশনসহ তিনটি অধিবেশন বসে। সর্বশেষ ১০ সেপ্টেম্বর একাদশতম সংসদের নবম অধিবেশন শেষ হয়। এসব অধিবেশনে স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন পরিচালনা করা হয়। সংসদ অধিবেশন চলাকালে দায়িত্বরত সব কর্মকর্তা-কর্মচারীকে করোনাভাইরাস পরীক্ষা করিয়ে নেয়া হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন