চূড়ান্ত পর্যায়ে সুশান্ত মৃত্যুর তদন্ত

ফিচার ডেস্ক

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের রিপোর্টে জানা গেছে, বলিউডের প্রয়াত তারকা সুশান্ত সিং রাজপুতের ভিসেরায় কোনো বিষের সন্ধান পাওয়া যায়নি।

ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের ফরেনসিক সায়েন্স বিভাগ সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির ফলাফল প্রায় একই।

জানা গেছে, তদন্তের প্রয়োজনে সিবিআই সুশান্ত সিং রাজপুতের পরিবারের সদস্যদের জেরা করতে পারে। এমনিতে সুশান্তের আশপাশে থাকা মানুষ তার সম্পর্কে যথেষ্ট তথ্যই দিয়েছে। একটি বিষয় নিশ্চিত যে এখন অবধি এফআইআরে থাকা কোনো নামকে নির্দোষ বিবেচনা করা হয়নি। এমনকি কুপার হাসপাতালের যে ডাক্তাররা সুশান্তের পোস্ট মর্টেম করেছিলেন তারাও আছেন সন্দেহভাজনের তালিকায়।

গত সোমবার ভারতের ঐতিহ্যবাহী অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের ডাক্তারদের একটি প্যানেল সিবিআইয়ের কাছে ফরেনসিক রিপোর্ট জমা দিয়েছে। সময় সিবিআই ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তারদের দলটির মধ্যে বিশদ আলোচনা হয়েছে। ঘণ্টার বেশি লম্বা আলোচনায় তদন্তকারী কর্মকর্তা ডাক্তাররা সুশান্তর মৃত্যু বিষয়ে তাদের ভাবনা প্রাপ্ত তথ্য আদান-প্রদান করেন।

রিপোর্ট জমা দেয়ার পর এএনআইকে সাক্ষাত্কার দিয়েছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (এআইআইএমএস) ফরেনসিক মেডিকেল বোর্ডের প্রধান ডা. সুধীর গুপ্ত। বোর্ডটি সিবিআইয়ের অনুরোধে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য উন্মোচনে গঠিত হয়েছে।

এএনআইকে ডা. সুধীর গুপ্ত বলেছেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় এআইআইএমএস সিবিআই একসঙ্গে কাজ করেছে। তবে আরো দীর্ঘ সতর্ক পর্যবেক্ষণ প্রয়োজন। একটি যৌক্তিক উপসংহারে পৌঁছতে কিছু আইনি বিষয়ে নজর দেয়া দরকার। এটা হবে একেবারে নিশ্চিত উপসংহার।

রিয়া চক্রবর্তীসহ সুশান্তের ঘনিষ্ঠ কয়েকজনের নাম জড়িয়েছে তার মৃত্যু রহস্যে। মামলার তদন্ত সূত্রে এসেছে বলিউডের মাদক র্যাকেটের কথা। সে নিয়ে চলেছে আরো তোলপাড়। গত ১৪ জুন মুম্বাইয়ের বাসভবনে সুশান্তর মরদেহ উদ্ধার করা হয়।

 

সূত্র: ডিএনএ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন