৪৪ কোটি টন কয়লা রফতানির লক্ষ্য ইন্দোনেশিয়ার

বণিক বার্তা ডেস্ক

কয়লা উত্তোলনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় ইন্দোনেশিয়ার অবস্থান পঞ্চম। তবে জ্বালানি পণ্যটির রফতানিকারকদের তালিকায় দেশটি দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে। কয়লার বৈশ্বিক রফতানি বাণিজ্যের ১৮ শতাংশের বেশি দেশটি এককভাবে জোগান দেয়। ধারাবাহিকতায় আগামী বছর ইন্দোনেশিয়া থেকে ৪৪ কোটি টনের বেশি কয়লা রফতানির লক্ষ্য নির্ধারণ করেছে দেশটির সরকার। মূলত উত্তোলন খাতের সম্ভাব্য প্রবৃদ্ধির জের ধরে কয়লা রফতানির লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি। খবর ইকোনমিক টাইমস।

ইন্দোনেশিয়ার জ্বালানি খনিজ সম্পদবিষয়ক মন্ত্রণালয়ের কয়লা খনি শাখার মহাপরিচালক রিদওয়ান জামালুদ্দিন বলেন, চলতি বছর ইন্দোনেশিয়ায় সব মিলিয়ে ৫৫ কোটি টন কয়লা উত্তোলন হতে পারে। ২০২১ সালে দেশটিতে সব মিলিয়ে ৬০ কোটি ৯০ লাখ টন কয়লা উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ইন্দোনেশিয়ায় জ্বালানি পণ্যটির উত্তোলন বাড়তে পারে কোটি ৯০ লাখ টন।

তিনি আরো বলেন, উত্তোলন খাতের সম্ভাব্য প্রবৃদ্ধির জের ধরে ২০২১ সালে ইন্দোনেশিয়া সরকার দেশটি থেকে সব মিলিয়ে ৪৪ কোটি ১০ লাখ টন কয়লা রফতানির লক্ষ্য নির্ধারণ করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন