রাজশাহীর এমপি মনসুর রহমান করোনা আক্রান্ত

বণিক বার্তা অনলাইন

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য মনসুর রহমান (৬৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভি শনাক্ত হয়। তবে তিনি শারীরিকভাবে ভালো আছেন। বাড়িতেই আইসোলেশনে আছেন।

রাজশাহী-৫ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক মনসুর রহমান (৬৫) স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। 

তার পরিবারের সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে বাসার সদস্যরা জ্বরে ভুগছিলেন। এমপির ছেলে ও মেয়ের জ্বর হয়েছিল। শুক্রবার সকাল থেকে তিনি জ্বর অনুভব করেন। করোনা পরীক্ষার করার জন্য শনিবার রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা দেন। সন্ধ্যায় নমুনা পরীক্ষার ফলাফলে করোনাভাইরাস পজিটিভ আসে। তবে জ্বর ছাড়া তার অন্য কোনো উপসর্গ নেই।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য এনামুল হকের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এখন তিনি করোনামুক্ত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন