পরিসংখ্যানের মান বাড়াতে প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন —বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের পরিসংখ্যান ব্যবস্থা শক্তিশালী করতে তথ্যে জনসাধারণের প্রবেশাধিকার আরো স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি কাঠামোর পুনর্নির্মাণ বা সংস্কার প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় সময়মতো বাজেট বরাদ্দ করাও খুবই গুরুত্বপূর্ণ।

বিশ্বব্যাংকের স্ট্যাটিস্টিক্যাল ক্যাপাসিটি ইনডিকেটরে (এসসিআই) বাংলাদেশের অবনতির কারণ জানতে চেয়ে বণিক বার্তার পাঠানো এক -মেইলের জবাবে সংস্থাটির প্রধান কার্যালয়ের প্রোগ্রাম লিডার ইউতাকা ইয়োশিনো মন্তব্য করেন। 

বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের প্রধান যোগাযোগ কর্মকর্তার মাধ্যমে পাঠানো ওই -মেইল বার্তায় তিনি বলেন, সময়মতো মানসম্পন্ন পরিসংখ্যান নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রামাণিক দলিল হিসেবে ভূমিকা রাখে। তাছাড়া উন্নয়ন দারিদ্র্য হ্রাসের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ। ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ডেভেলপমেন্ট অব স্ট্যাটিস্টিকস (এনএসডিএস) প্রকল্পের মাধ্যমে বিশ্বব্যাংক বাংলাদেশকে সময়োপযোগী মানসম্পন্ন পরিসংখ্যান তৈরিতে সহায়তা করছে।

ইউতাকা ইয়োশিনো জানান, এসসিআই মূলত তিনটি সূচকের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। পদ্ধতি, উৎস সময়ের পর্যায়ক্রমিকতা তিনটি বিষয় নিয়েই এসসিআই করা হয়েছে।

বিশ্বব্যাংক প্রকাশিত সূচকে বাংলাদেশের অবনতি হয়েছে। ২০১৪ সালে যেখানে বাংলাদেশ ৮০ পয়েন্ট পেয়েছিল, সেখানে ২০১৯ সালে বাংলাদেশের স্কোর ৬২. পয়েন্টে নেমে এসেছে। মূলত পদ্ধতিগত ত্রুটি পর্যায়ক্রমিকতায় কম স্কোর পাওয়ার কারণেই এমনটি হয়েছে।

জাতীয় অ্যাকাউন্টের ভিত্তি বছর, ভোক্তা মূল্য সূচকের ভিত্তি বছর সরকারি অর্থ হিসাবের সূচকগুলোর স্কোর হ্রাসের কারণে মেথডোলজি পদ্ধতিতে কম স্কোর পেয়েছে বাংলাদেশ। এছাড়া লিঙ্গবৈষম্য প্রাথমিক শিক্ষা সমাপ্তি সূচকগুলোর স্কোর হ্রাসের কারণে পর্যায়ক্রমিকতায় স্কোর  কমেছে বাংলাদেশের।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন