করোনায় আরো এক পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. সায়ফুল আলম (৪১) নামে পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক তেজগাঁও বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। পুলিশ সদরদপ্তর এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, সায়ফুলের গ্রামের বাড়ি পঞ্চগড় সদর থানার মাহানপাড়ায়। তিনি মা-বাবা, স্ত্রী ও ২ সন্তান রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তার দাফন সম্পন্ন হয়েছে।

এ নিয়ে পুলিশের ৫৭ জন সদস্য করোনায় আক্রান্ত হয়ে জীবন দিলেন।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ১৩ হাজার ৬৬০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ডিএমপিতে ২ হাজার ৫৩২ জন সদস্য আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৬০ জন। ৪ হাজার ৭৯০ জন করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। কোয়ারেন্টিনে আছেন ১৪ হাজার ১৮১ জন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন