সুফিয়া হায়দার চৌধুরীর মৃত্যুতে শিল্পমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

মরহুম সাংবাদিক এহতেশাম হায়দার চৌধুরীর স্ত্রী সুফিয়া হায়দার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

আজ মঙ্গলবার এক শোকবার্তায় শিল্পমন্ত্রী বলেন, সুফিয়া হায়দার চৌধুরী ছিলেন একজন আলোকিত নারী। নারীর ক্ষমতায়ন, নারী সমাজের অর্থনৈতিক অগ্রগতি এবং নারী অধিকার প্রতিষ্ঠায় তিনি অনন্য অবদান রেখে গেছেন।

 শিল্পমন্ত্রী মরহুমা সুফিয়া হায়দার চৌধুরীর রূহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর এক শোকবার্তায় সুফিয়া হায়দার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।

সুফিয়া হায়দার চৌধুরী বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি হয়েছিল। গতকাল সোমবার (১৩ জুলাই) রাত ৯টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন